শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

তারেক রহমানের জন্মদিনে আড়ম্বরপূর্ণ আয়োজন করবে না ছাত্রদল

চবি সংবাদদাতা

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ২০:০২

শেয়ার

তারেক রহমানের জন্মদিনে আড়ম্বরপূর্ণ আয়োজন করবে না ছাত্রদল
ছবি : সংগৃহীত

আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কান্ডারী তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী। তবে জন্মদিন উপলক্ষে নেই কোনো আড়ম্বরপূর্ণ আয়েজন। কেক কাটা কিংবা মিছিল কিছুই করা যাবে না জন্মদিনে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চবিতেও কোনো গতানুগতিক আয়োজন রাখছেন না জাতীয়তাবাদী ছাত্রদল, চবি শাখা। তবে দোয়া মাহফিলসহ বিশেষ কিছুর আয়োজন থাকবে।

আজ বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।

বুধবার বিকালে কেন্দ্রীয় ছাত্রদল থেকে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর জন্মদিন। জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোন ধরণের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না।”

কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষণা মোতাবেক জন্মদিনে আয়োজন হিসেবে থাকবে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া কর্মসূচি।

এবিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, “আমরা দলীয় নির্দেশনা মানতে বাধ্য। সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগামীকাল কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন করব। তবে আমাদের দলের কান্ডারি জনাব তারেক রহমানের জন্মদিনে আমরা বিশেষ কিছুর আয়োজন করব।”



banner close
banner close