শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৪ পৌষ, ১৪৩২

অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ১০:৩১

আপডেট: ১৯ নভেম্বর, ২০২৫ ১০:৩২

শেয়ার

অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে সময় বাড়লো
ছবি: সংগৃহীত

২০২৩ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এর আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে এই নিবন্ধন কার্যক্রম ২৫ নভেম্বর পর্যন্ত চলবে।

সম্প্রতি বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. মাসুদ রানা খানের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের নিবন্ধনের সময়সীমা ১৮ থেকে ২৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সময়সীমার পর কোনো অবস্থাতেই বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।



banner close
banner close