শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

কারিগরি বোর্ডে ডুপ্লিকেট ভর্তি চিহ্নিতদের ভর্তি বাতিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫ ১০:৫০

শেয়ার

কারিগরি বোর্ডে ডুপ্লিকেট ভর্তি চিহ্নিতদের ভর্তি বাতিলের নির্দেশ
ছবি: সংগৃহীত

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ডুপ্লিকেট বা একাধিক ভর্তি চিহ্নিত শিক্ষার্থীদের ভর্তি বাতিলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)।

সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালিকাভুক্ত শিক্ষার্থীদের ১৯–২৪ নভেম্বরের মধ্যে মূল রেজিস্ট্রেশন কার্ড ও নম্বরপত্র প্রদর্শন করে নির্ধারিত শাখায় বাতিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন ডিপ্লোমা, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি) ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের ডুপ্লিকেট বা একাধিক ভর্তি রাখা হবে না। এসব শিক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ১৯–২৪ নভেম্বরের মধ্যে বোর্ডের রেজিস্ট্রেশন শাখা থেকে ভর্তির বাতিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আর নির্ধারিত সময়ের মধ্যে বাতিল না করলে শিক্ষার্থীর ভর্তি নিশ্চায়ন বাতিল হিসেবে ধরা হবে। একইসাথে এই সময়সীমার পর আর ভর্তি বাতিলের কোনো সুযোগ থাকবে না বলেও এতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মূল নম্বরপত্র প্রদর্শন করে সংশ্লিষ্ট শাখায় আবেদনপত্রের মাধ্যমে ভর্তির বাতিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শিক্ষাক্রমভেদে নির্ধারিত রুম ও কর্মকর্তাদের কাছে আবেদন জমা দিতে হবে।



banner close
banner close