শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

জকসু নির্বাচনে ছাত্রদল–ছাত্র অধিকার জোটের প্যানেল ঘোষণা

ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ২২:২৫

শেয়ার

জকসু নির্বাচনে ছাত্রদল–ছাত্র অধিকার জোটের প্যানেল ঘোষণা
ছবি: বাংলা এডিশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ে গঠিত জোট ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলটিতে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে রাখা হয়েছে ছাত্র অধিকার পরিষদ জবি শাখার সভাপতি এ কে এম রাকিবকে। জিএস ও এজিএস পদে রাখা হয়েছে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরা এবং আহ্বায়ক সদস্য বি এম আতিকুর রহমান তানজিলকে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচ তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আনুষ্ঠানিকভাবে প্যানেলটি ঘোষণা করেন।

ঘোষিত প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক হয়েছেন অনিক কুমার দাস; শিক্ষা ও গবেষণা সম্পাদক নুসরাত চৌধুরী জাফরিন; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. মাশফিকুল ইসলাম রাইন; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আল শাহরিয়ার শাওন; আইন ও মানবাধিকার সম্পাদক অর্ঘ্য শ্রেষ্ঠ দাস; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অপু মুন্সী; এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হিসেবে রাখা হয়েছে তাকরিম আহমেদকে।

এ ছাড়া ক্রীড়া সম্পাদক মো. কামরুল হাসান নাফিজ, পরিবহন সম্পাদক মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম এবং মো. আরিফুল ইসলাম আরিফকে। আর বাকি একজন নির্বাহী সদস্যর নাম পরে জানানো হবে।

উল্লেখ্য, আজ মনোনয়ন সংগ্রহের শেষ দিন। আগামী ২২ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে। এছাড়া ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের দিনেই ভোট গণনা ও ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা হবে।



banner close
banner close