শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে কুবিতে শুকরানা সিজদাহ্

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ১৮:১৬

শেয়ার

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে কুবিতে শুকরানা সিজদাহ্
সংগৃহীত ছবি

মানবতা-বিরোধী অপরাধের মামলায় জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীরা আনন্দ মিছিল, শুকরানা সিজদাহ্ ও মিষ্টি বিতরণ করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন তারা।

এসময় শিক্ষার্থীরা "খুনি হাসিনার ফাঁসিতে, মিষ্টি খাব একসাথে" খুনি হাসিনা আসবে, ফাঁসির দাড়িতে ঝুলবে" নারায়ে তাকবীর, আল্লাহু আকবর" সহ বিভিন্ন স্লোগান দেন।

এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা জানান, এই রায় ‘ঐতিহাসিক বিজয়’। তাদের ভাষায়, “ফ্যাসিস্টদের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আদালত। তাদের সহযোগীদেরও দ্রুত ফাঁসি দিতে হবে।”

ইনফরমেশন কমিউনিকেশন এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী সায়েম মোহাইমিন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের জন্য অপেক্ষা করেছি। আজকের রায় আমাদের মনে নতুন আশার সঞ্চার করেছে। দোষীদের শাস্তি পাওয়া মানে জাতিকে কলঙ্কমুক্ত করা।”



banner close
banner close