শনিবার

১৫ নভেম্বর, ২০২৫ ১ অগ্রাহায়ণ, ১৪৩২

রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ২১:১২

শেয়ার

রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে: সাদিক কায়েম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, রাজনৈতিক দলগুলো আজ ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে এবং তাদের দোসররা এখনো গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। তাই আমরা বলতে চাই— আপনারা খুনি হাসিনা ও তার দোসরদের মতো ভুল করবেন না।

তিনি বলেন, আমরা শহীদদের আকাঙ্ক্ষা ভুলে যাচ্ছি, ছাত্র সংগঠনগুলোতে দেখা দিচ্ছে দাম্ভিকতা। তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জুলাইয়ের স্পিরিট ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে প্রতিবাদ-প্রতিরোধ জারি রাখার আহ্বান জানাই।

শনিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন ডাকসু ও চাকসুর ভিপি সাদিক কায়েম এবং ইব্রাহিম হোসেন রনি।

উপস্থিত ছিলেন রাবি শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শাখা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা এবং প্রায় সাড়ে তিন হাজার নবীন শিক্ষার্থী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।

সাদিক কায়েম বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের দোসররা দেশের প্রতিটি ক্যাম্পাসকে কনসেনট্রেশন ক্যাম্পে পরিণত করেছিল। গণরুম-গেস্টরুম কালচারের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা হতো। সে সময়ে ক্যাম্পাসে ইসলাম চর্চা করা যেত না; কেউ নামাজ পড়লে বা আল্লাহ-রাসুলের কথা বললে তাকে বিভিন্নভাবে ট্যাগিং করা হতো। জুলাই বিপ্লব ও অসংখ্য ভাই-বোনের ত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও আমাদের প্রকৃত মুক্তি আসেনি।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান, ক্যারিয়ার গাইডলাইন এবং দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।



banner close
banner close