শনিবার

১৫ নভেম্বর, ২০২৫ ১ অগ্রাহায়ণ, ১৪৩২

বিএমইউ রেসিডেন্সি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ১১:৪৯

শেয়ার

বিএমইউ রেসিডেন্সি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও এর অধিভুক্ত ইনস্টিটিউটগুলোর মার্চ২০২৬ সেশনের রেসিডেন্সি (এমডি/এমএস ফেজ-এ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

বিএমইউ জানায়, বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, সার্জারি, বেসিক অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্স, ডেন্টিস্ট্রি এবং শিশু এই পাঁচ অনুষদে ভর্তির জন্য অনুষ্ঠিত পরীক্ষায় হাজারো প্রার্থী অংশ নেন। ফলাফল বিশ্ববিদ্যালয়ের অনলাইন পোর্টালে দেখা যাচ্ছে।

এর আগে ২০২৬ সালের মার্চ সেশনের রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তির আবেদন নেওয়া হয় গত পাঁচ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। আগেই ২৯ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএমইউ। আবেদন শেষ হওয়ার পর ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয় হল ও আসনবিন্যাসের নির্দেশনা দেয়। এরপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় অনুষদভেদে নির্ধারিত কেন্দ্রে। ফল প্রকাশের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হলো।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ফল প্রকাশের পর পরবর্তী ধাপ হিসেবে প্রতিটি অনুষদের নির্বাচিত প্রার্থীদের নথি যাচাই, মৌখিক মূল্যায়ন ও চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে বিএমইউ। পরবর্তী নির্দেশনা ওয়েবসাইটে জানানো হবে।



banner close
banner close