জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেছেন, 'যে বা যারা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে চাইবে, তারাই বাংলাদেশের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে যাবে'।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে পুরান ঢাকায় জুলাইসহ সকল গণহত্যার বিচার ও নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে আয়োজিত ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।
রিয়াজুল ইসলাম বলেন, 'আজকের কর্মসূচিতে পুরান ঢাকাবাসীকে আহ্বান জানানোর কারণ জুলাইয়ে আমরা এভাবে একত্রে রাজপথে নেমেছি। পুরান ঢাকার কোথাও যদি আওয়ামী সন্ত্রাসীরা জ্বালাও পোড়াও করে তাদের রুখে দিতে হবে। আমরা আপনাদের এধরনের কর্মসূচিতে একতাবদ্ধ থাকার আহ্বান জানাই।
রিয়াজুল আরো বলেন, 'আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস শুরু করে জুলাই শহীদদের সাথে রসিকতা শুরু করেছে। আমরা দেখেছি গতপরশু ধোলাই খালে মালঞ্চ বাসে আগুন দেয়া হয়েছে। আমি পুরান ঢাকা বাসিকে আহ্বান জানাই পুরান ঢাকার যেখানেই আওয়ামী সন্ত্রাসী দেখবেন, রাস্তার মাঝে উল্টো করে ঝুলিয়ে দিবেন; পরে পুলিশে সোপার্দ করবেন।
এ সময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘লীগ ধর, জেলে ভর’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘দিল্লির দালালেরা, হুশিয়ার সাবধান’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলে।
বিক্ষোভ মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে শাঁখারী বাজার, রায়সাহেব বাজার, তাঁতীবাজার, ন্যাশনাল হাসপাতাল, বাহাদুর শাহ পার্ক ঘুরে পুনরায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
আরও পড়ুন:








