রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ২২:৩২

শেয়ার

ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল
ছবি: বাংলা এডিশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) থেকে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করেছে বর্তমান ডাকসুর নেতৃত্ব।

বুধবার (১২ নভেম্বর) রাতে ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম।

তিনি বলেন, ‘২০১৯ সালে ডাকসুর গঠনতন্ত্র লঙ্ঘন করে একটি রেজুলেশনের মাধ্যমে শেখ হাসিনাকে অগণতান্ত্রিকভাবে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল, যা ছিল সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অবৈধ। সাধারণ সভায় সেই বিতর্কিত রেজুলেশন বাতিল করা হয়েছে।’

উল্লেখ্য, ২০১৯ সালের বিতর্কিত ডাকসু নির্বাচনে নিষিদ্ধ ছাত্রলীগ সংখ্যাগরিষ্ঠতার পর তৎকালীন ডাকসু সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রব্বানীর উদ্যোগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আজীবন সদস্য করা হয়। তবে সেই সংসদের ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার এই প্রস্তাবের বিরোধীতা করেন। সবশেষ ২০১৯ সালে ৩০ মে মাসে ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় হাসিনাকে ‘আজীবন সদস্য’ করা হয়। এরপর ওইদিনই ডাকসুর প্যাডে এক বিবৃতিতেও হাসিনাকে আজীবন সদস্য পদ দেওয়ার কথা জানানো হয়েছে। ওই বিবৃতিতে ডাকসুর জিএস রাব্বানীর স্বাক্ষর থাকলেও ভিপি নুরুল হক নুরের স্বাক্ষর ছিল না।



banner close
banner close