চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে মানহানির অভিযোগ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা আব্দুল্লাহ আল সাকিফ রহমান।
আজ বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ শহীদ সোহরাওয়ার্দী বরবার লিখিত অভিযোগ দেন তিনি।
অভিযোগ পত্রে সাকিফ রহমান চাকসুর নির্বাচিত সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাতের প্রতি অভিযোগ তুলে বলেন, “তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে 'হ্যারাসার' এবং 'ব্যাড টাচ' সংক্রান্ত ঘটনার সাথে আমার সম্পৃক্ততা নিয়ে জনসমক্ষে প্রশ্ন তুলেছেন, তাই অভিযোগকারী হিসেবে প্রমাণ দেওয়ার দায়ভার সম্পূর্ণরূপে তার। তিনি তার অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। তার এই ভিত্তিহীন অভিযোগের ফলে আমার মানহানি হয়েছে, আমি সহপাঠী ও সমাজের চোখে সামাজিকভাবে হেয় প্রতিপন্নতার শিকার হচ্ছি এবং আমার সামাজিক জীবন ব্যাহত হচ্ছে।”
এছাড়া অভিযোগ পত্রে তিনি আরও জানান, “আন্নাতুল আদন তার নিজস্ব ফেসবুক আইডিতে শাটলে সংঘটিত একজন নারীকে 'ব্যাড টাচ' করার ঘটনার সাথে আমার সম্পৃক্ততা আছে, সেই সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে একটি পোস্ট করেন, যা ছিল সুস্পষ্টভাবে মানহানিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।”
এবিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা সাকিফ রহমান বলেন, “সামান্য কথাকাটির জের ধরে চাকসুর নির্বাচিত প্রতিনিধি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে একজন শিক্ষার্থীকে নারীর শরীরের ব্যাড টাচার বানিয়ে দিচ্ছেন। ব্যপারটি কনসার্নিং, মতের মিল অমিল থাকতে পারে, কিন্তু তাই বলে মিথ্যে অভিযোগ দিয়ে কোনঠাঁসা করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। এই অভিযোগের কারণে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি, আমি এর প্রতিকার চাই।”
এবিষয়ে জানতে চাইলে চাকসুর সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত বলেন, “অভিযোগ তো যে কেউ করতে পারে। প্রমাণের জায়গা যখন আসবে, দুই পক্ষের কথা এবং প্রুফ আসবে, তখন বোঝা যাবে কে কী করেছে, কীসের প্রেক্ষিতে কী৷”
আরও পড়ুন:








