কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ ৩০ ও ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৯০তম (জরুরি) অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জানুয়ারি সকাল ১১টায় 'এ' ইউনিট, পরদিন ৩১ জানুয়ারি সকাল ১১টা থেকে অনুষ্ঠিত হবে 'বি' ইউনিটের পরীক্ষা এবং একই দিনে বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত হবে 'সি' ইউনিটের পরীক্ষা।
ভর্তি পরীক্ষার বিস্তারিত কার্যক্রম, আসন সংখ্যা, বিষয়ভিত্তিক আবেদন, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, "আমরা আপাতত ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছি। আবেদনের তারিখ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়াসহ বাকি সব কাজ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।"
আরও পড়ুন:








