ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন হল, আবাসিক এলাকা ও একাডেমিক ভবনে মশার উপদ্রব কমাতে কার্যকর ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপাচার্য কার্যালয়ে সাক্ষাৎ করে শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আবাসিক হলসহ ক্যাম্পাসের প্রতিটি জায়গায় এই সমস্যা মাত্রাতিরিক্তভাবে দৃশ্যমান হচ্ছে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার পর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এর ফলে মশাবাহিত রোগ। যেমন- ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং ম্যালেরিয়ার ঝুঁকি মারাত্মকভাবে বেড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলের তথ্যানুযায়ী, ইতোমধ্যে অনেক শিক্ষার্থী উপরোক্ত রোগগুলোতে আক্রান্তও হয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
এতে আরও বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা নোংরা পানি, নর্দমা ও অপরিচ্ছন্ন ডাস্টবিনের কারণে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হচ্ছে। কিন্তু আবাসিক হলসহ ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে মশার প্রজনন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোন কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যতটুকু নেওয়া হচ্ছে, তা পর্যাপ্ত নয়। ফলে প্রশাসনের সদিচ্ছা থাকা সত্ত্বেও নিয়মিত ওষুধ ছিটানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম না করায় প্রকৃতপক্ষে এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
এছাড়া এতে ৪ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- ক্যাম্পাসের সব আবাসিক, একাডেমিকসহ সব এলাকায় নিয়মিত মশা নিধন কার্যক্রম চালু করা; নর্দমা, ড্রেন ও ডাস্টবিনগুলো নিয়মিত পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া; প্রতিটি হলে মশার প্রজনন রোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা এবং শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রচারাভিযান চালানো।
আরও পড়ুন:








