বুধবার

১২ নভেম্বর, ২০২৫ ২৮ কার্তিক, ১৪৩২

ঢাবির পাঁচ ভবনের ফটকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তালা

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫ ১৩:১২

আপডেট: ১২ নভেম্বর, ২০২৫ ১৩:১২

শেয়ার

ঢাবির পাঁচ ভবনের ফটকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তালা
পাঁচ ভবনের ফটকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তালা

কার্যক্রম নিষিদ্ধে থাকা আওয়ামী লীগের ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় ফটকগুলোর দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের সাময়িক প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১২ নভেম্বর) মধ্যরাতে চারুকলা অনুষদ, ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর), পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট এবং বিজ্ঞান ভবনে তালা লাগানোর ঘটনা ঘটে। যেখানে তালার উপরে সাদা কাগজে লিখা, ‘লকডাউন BSL’। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন নিষিদ্ধ শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম তালা লাগানোর ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে তালাগুলো ভেঙ্গে ফেলা হয়েছে। সেই সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা আরও বাড়ানোর ব্যাপারে কাজ করা হচ্ছে। সিকিউরিটি অফিসারকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিরাপত্তাকর্মীদের সাময়িক প্রত্যাহারে বিষয়টি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, সেই সময়ে যেসব গার্ড এসব গেটে দায়িত্বে ছিলেন, তাদের সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যে আমাদের সহকারী প্রক্টররা ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে সিসিটিভি ক্যামেরা আছে কিনা, তা যাচাই করা হচ্ছে।



banner close
banner close