বুধবার

১২ নভেম্বর, ২০২৫ ২৮ কার্তিক, ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট উদযাপিত

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫ ২১:১৯

শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট উদযাপিত
ছবি: বাংলা এডিশন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ (টিএইচএম) আয়োজিত ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট উদযাপিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) এ উপলক্ষে ছাত্র শিক্ষক কেন্দ্রে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশে পর্যটন ও হসপিটালিটি সেক্টরের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি, টেকসই পর্যটন এবং তরুণদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অবদান তুলে ধরেন। তিনি বলেন, এই খাতের উন্নয়নে দক্ষ ও সৃজনশীল তরুণদের অংশগ্রহণ ভবিষ্যতের বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। একাডেমিক ও শিল্পখাতের এ ধরনের সমন্বিত আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান ও প্রস্তুতিকে সমৃদ্ধ করবে।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. শরিফুল আলম খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

এছাড়া প্যানেল আলোচনায় অংশ নেন ট্যুরিস্ট পুলিশেরর অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা (পিপিএম, বার), সিটিজেনস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর হোসেন, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ হামিদ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ রাফিউজ্জামান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বোর্ডের পরিচালক ও আইএসসি চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল, ইউনিক হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন, সেন্টার ফর ট্যুরিজম স্টাডিজ ও পাটা বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি ও প্রেসিডিয়াম মেম্বার তৌফিক রহমান এবং ছুটি রিসোর্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফেরদৌস।



banner close
banner close