জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মাল্টিমিডিয়া সাংবাদিকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির নাম 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিট'। মো.মেহেদী হাসান (কাওছার) কে সভাপতি এবং মো.মিনহাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন এই সংগঠনটি আত্মপ্রকাশ করেছে।
সোমবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে অনুষ্ঠিত ‘জকসু কথন’ অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইছ উদ্দিন এ প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন জবি শিক্ষার্থী ও জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. রাকিব মোল্লা (ফারাবি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোয়াইব আলী (নিউজ ৯ মাল্টিমিডিয়া), কোষাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম লিখন (নাগরিক টিভি) এবং দপ্তর সম্পাদক মো. আল মামুন।
কমিটির সদস্যরা হলেন— মো. ইশতিয়াক, মো. মুনতাসির নাবিদ সংগ্রাম এবং মো. ইশতিয়াক হোসেন রাতুল।
সভাপতি মেহেদী হাসান কাওছার বলেন, 'বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই প্রথম এমন একটি সংগঠন গঠিত হলো। আমরা বিশ্বাস করি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাত ধরে অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজেও মাল্টিমিডিয়া ইউনিট গড়ে উঠবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য— জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে তুলে ধরা।'
সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম বলেন, 'নতুন দিনের সাংবাদিকতা— এই শিরোনামকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিট। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে নতুন এক সাংবাদিকতা সংস্কৃতি গড়ে উঠুক, যুগের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতায় নতুনত্ব আসুক।'
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিট পুরান ঢাকাসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রমের ডিজিটাল প্রচারে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন:








