বুধবার

১২ নভেম্বর, ২০২৫ ২৮ কার্তিক, ১৪৩২

ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলকে ‘ধূমপানমুক্ত’ ঘোষণা

ঢাবি, প্রতিনিধি

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৫ ২০:০৫

শেয়ার

ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলকে ‘ধূমপানমুক্ত’ ঘোষণা
ছবি: বাংলা এডিশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল পুরো হল প্রাঙ্গণকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে হল কর্তৃপক্ষ।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষার্থীরা হল প্রশাসনের কাছে স্বাক্ষরিত আবেদনপত্রের মাধ্যমে তাদের দাবি উপস্থাপন করেন। শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রতি সম্মান জানিয়ে হল প্রশাসন আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলকে ‘ধূমপানমুক্ত প্রাঙ্গণ’হিসেবে ঘোষণা করেন। পাশাপাশি, হল প্রাঙ্গণে ধূমপানকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং এ সংক্রান্ত সাইনবোর্ড হলের প্রধান প্রবেশদ্বারে স্থাপন করা হয়।

এর আগে হলের অভ্যন্তরে স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হলের আবাসিক শিক্ষার্থীদের পক্ষে হলের আবাসিক শিক্ষার্থী এবং ‘আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং’ এর ইয়ুথ এডভোকেট ও স্বেচ্ছাসেবক মাকসুদুল হাসান রাব্বী হল প্রশাসনের কাছে স্মারকলিপির মাধ্যমে দাবি উপস্থাপন করে।



banner close
banner close