রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

বাংলাদেশের শিক্ষা কমিশনগুলো ভারতের প্রেসক্রিপশনে করা: সাদিক কায়েম

শেকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫ ১৪:৪৮

শেয়ার

বাংলাদেশের শিক্ষা কমিশনগুলো ভারতের প্রেসক্রিপশনে করা: সাদিক কায়েম
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সুনাগরিক ও নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে হলে শিক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। তার দাবি, দেশে অতীতে গঠিত বেশিরভাগ শিক্ষা কমিশন ভারতীয় নির্দেশনা ও উপনিবেশিক কাঠামোর অনুসরণে তৈরি হওয়ায় শিক্ষাব্যবস্থায় নৈতিকতা, গবেষণা ও উদ্যোক্তা তৈরির পরিবেশ দুর্বল হয়ে রয়েছে।

বৃহস্পতিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে বিশেষ আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের শিক্ষা কাঠামো এখনও ভারতীয় প্রেসক্রিপশনে পরিচালিত। সেই কারণে শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা ও সৃজনশীল বিকাশের যথাযথ সুযোগ পাচ্ছে না। দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে সর্বপ্রথম এই শিক্ষা কাঠামো সংস্কার করতে হবে।’

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘একজন শিক্ষার্থীর সামনে ক্যাম্পাসে ভালো এবং খারাপদুই পথই উন্মুক্ত থাকে। লক্ষ্য স্পষ্ট রেখে নৈতিকতা, আদর্শ এবং আত্মোন্নয়নের পথে অটল থাকতে পারলে সফলতার পথ তৈরি হয়। জুলাই আন্দোলন ছিল মূল্যবোধের জাগরণ। ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারলেই প্রকৃত অর্থে দেশ ও সমাজের পরিবর্তন সম্ভব।’

কৃষিশিক্ষার প্রসঙ্গ তুলে সাদিক কায়েম বলেন, ‘কৃষি খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কৃষি শিক্ষাকে আরও গবেষণাভিত্তিক ও আধুনিক প্রযুক্তিনির্ভর করতে পারলে দেশের জিডিপি বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব। কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বিত গবেষণা ও জ্ঞান বিনিময় বাড়ানো প্রয়োজন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আবুল হাসান। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষায় ছাত্রশিবির দীর্ঘদিন ধরে কাজ করছে। শেকৃবি ক্যাম্পাসে জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করতে দ্রুত ছাত্রসংসদ নির্বাচন আয়োজন করা জরুরি। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ও ন্যায্য দাবির ক্ষেত্রে ছাত্রশিবির পাশে থাকবে।’

আয়োজকরা নবীন শিক্ষার্থীদের হাতে কুরআন, স্টিকার ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দেন।



banner close
banner close