রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১ নভেম্বর, ২০২৫ ১১:৩৫

আপডেট: ১ নভেম্বর, ২০২৫ ১১:৩৯

শেয়ার

বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতির (জালটাব) নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলমের বক্তৃতার মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

এ ছাড়া সাধারণ সম্পাদক জনাব কুনিয়াকি ওকাবায়াশি বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ মো. নাজিরুল ইসলাম সমিতির আর্থিক বিবরণী তুলে ধরেন। সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম সমিতি প্রতিষ্ঠার পরিকল্পনা থেকে বর্তমান সময় পর্যন্ত জালটাবের অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

সভায় বাংলাদেশে জাপানি ভাষাশিক্ষার মানোন্নয়ন করে, বাংলাদেশ-জাপান সম্পর্ক আরো দৃঢ় করার বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

এতে অন্যান্যদের মধ্যে কার্যনির্বাহী পরিষদের যুগ্ম কোষাধ্যক্ষ মিজ ফজিলাতুন নেছা এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার কবির সিজান, জাপান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ইয়ামামোতো কিওহেই, জাইকা বাংলাদেশ অফিসের বিশেষ উপদেষ্টা আমাদা কিইয়োশি, জাপান ফাউন্ডেশনের ভাষাশিক্ষা বিশেষজ্ঞ উযাওয়া তাকেও এবং ফুকুই তোমোইয়ুকি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষাংশে জাপানি ভাষা ও সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাপানি ভাষার গান, নাচ ও কবিতা পরিবেশনা করা হয়।



banner close
banner close