রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

ছাত্রশক্তির জবি আহ্বায়কের পদত্যাগ, কিছুক্ষণ পরই পোস্ট ডিলিট

জবি প্রতিনিধি

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৫ ২১:৪০

শেয়ার

ছাত্রশক্তির জবি আহ্বায়কের পদত্যাগ, কিছুক্ষণ পরই পোস্ট ডিলিট
ছবি: বাংলা এডিশন

জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ সংগঠনটির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পদত্যাগের কারন হিসেবে নিজের ফেসবুক পোস্টে কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতার কথা উল্লেখ করেন।

তবে কিছুক্ষন পরই ফয়সাল মুরাদ ওই পোস্টটি মুছে ফেলেন। এই বিষয়ে জানতে ফয়সাল মুরাদকে একাধিকবার মুঠোফোনে কল করা হলে তিনি কল কেটে দেন।

পদত্যাগের কারণ হিসেবে ফয়সাল মুরাদ লিখেছিলেন, 'জকসু (জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন নিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির কোনো চিন্তা ভাবনা নেই। তারা শুধু ডাকসু নিয়েই ব্যস্ত ছিল। এখন তারা নিজেদের মধ্যে পদ ভাগাভাগি ও দ্বন্দ্বে নিমজ্জিত। আমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির রাজনীতি করেছি, তাদের প্রতি কেন্দ্রীয় নেতৃত্ব দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে।



banner close
banner close