রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করলো ছাত্রশিবির

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ১৪:৫১

আপডেট: ৩০ অক্টোবর, ২০২৫ ১৫:২৬

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করলো ছাত্রশিবির
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে ছয়শত শিক্ষার্থীর মাঝে বাংলা অনুবাদসহ পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ, অর্থ সম্পাদক ইয়াসিন আরাফাত, ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার সেক্রেটারি কাজী খাইরুল ইসলাম মিয়াদসহ জেলা ও কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কোরআনের সঠিক শিক্ষা ও চর্চা সমাজে নৈতিকতা, মানবতা ও ন্যায়ের পথ সুগম করে। শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণের মাধ্যমে তাদেরকে সত্য ও ন্যায়ের পথে উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে কোরআন পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং কোরআনের শিক্ষাকে নিজেদের জীবনে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।



banner close
banner close