ফাইল ছবি
পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার দুই বছর আড়াই মাস পর চবি ছাত্রদল ৪২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল নোমান।
বুধবার (২৯ অক্টোবর) রাতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন ৫৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৯২ জন দায়িত্ব পেয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে ৬৩ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ৬৪ জন এবং সদস্য পদে ৬২ জন দায়িত্ব পেয়েছেন।
আরও পড়ুন:








