রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

ঢাবিতে পলিসি ডায়ালগে জুলাইবিরোধী শিক্ষকের উপস্থিতি, ছাত্রসংসদ নেতাদের ওয়াকআউট

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫ ২২:১৫

শেয়ার

ঢাবিতে পলিসি ডায়ালগে জুলাইবিরোধী শিক্ষকের উপস্থিতি, ছাত্রসংসদ নেতাদের ওয়াকআউট
ছবি: বাংলা এডিশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের উদ্যোগে জুলাই চার্টার বাস্তবায়ন বিষয়ে এক ‘ইউথ পলিসি ডায়ালগ’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ‘ফ্যাসিবাদপন্থী’ শিক্ষক উপস্থিত থাকার অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করেছেন ডাকসু সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নেতারা।

বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে ওই পলিসি ডায়ালগ চলাকালীন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল ইসলামের উপস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে অনুষ্ঠান ত্যাগ করেন।

এ ব্যাপারে ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, ‘আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাই জুলাইয়ের অংশ। কিন্তু কেউ যদি জুলাইবিরোধী অবস্থানে থাকেন, তার উপস্থিতি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। অধ্যাপক আইনুল ইসলাম ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত, তার বিরুদ্ধে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। তার উপস্থিতি আমাদের জন্য লজ্জাজনক।’

তিনি আরও বলেন, ‘যেহেতু এই অনুষ্ঠানটি ছিল “জুলাই সনদ” বিষয়ক, তাই একজন জুলাইবিরোধী ব্যক্তির উপস্থিতি আমরা মেনে নিতে পারি না। সে কারণেই ডাকসু, জাকসু, রাকসু ও চাকসুর ছাত্র প্রতিনিধিরা অনুষ্ঠানটি বর্জন করেছেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকসু জিএস মো. মাজহারুল ইসলাম, রাকসু জিএস সালাউদ্দীন আম্মার এবং চাকসু এজিএস আইয়ুবুর রহমান। পরে ছাত্র প্রতিনিধিদের ছাড়াই অনুষ্ঠান চালিয়ে নেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

এসময় অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, ‘জুলাই আন্দোলনে তরুণদের অংশগ্রহণ দেশের রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যেকোনো সংস্কার ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে তরুণদের যুক্ত হওয়ার আহ্বান জানাই।’

এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক মোহাম্মদ আইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও সংবিধান বিশেষজ্ঞ ড. সুমিত বিসারিয়া বক্তব্য রাখেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন।



banner close
banner close