জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী এবারের ভর্তি কার্যক্রম আগামী ডিসেম্বর মাস থেকে শুরু হবে।
সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চারুকলা অনুষদের ইউনিট-E এর পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর, বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ইউনিট-A এর পরীক্ষা ১৩ ডিসেম্বর, বিজনেস স্টাডিজ অনুষদের ইউনিট-C এর পরীক্ষা ২৬ ডিসেম্বর, সামাজিক বিজ্ঞান অনুষদের ইউনিট-D এর পরীক্ষা ৯ জানুয়ারি এবং কলা ও আইন অনুষদের ইউনিট-B এর পরীক্ষা ২৩ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সময়সূচি এখনো সম্ভাব্য; জাতীয় বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি বিবেচনা করে চূড়ান্ত তারিখ পরে প্রকাশ করা হবে।
আরও পড়ুন:








