সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, অনুসন্ধানে কমিটি গঠন

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ২১:৪৪

আপডেট: ২৬ অক্টোবর, ২০২৫ ২১:৪৫

শেয়ার

ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, অনুসন্ধানে কমিটি গঠন
ছবি: বাংলা এডিশন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবরার ফাইয়াজ নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সহকারী প্রক্টর এ এফ এম মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে তিনজন সদস্য নিয়ে এই অনুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর এ কে এম নূর আলম সিদ্দিকী ও সহকারী প্রক্টর আবু আছাদ চৌধুরী।

আবরারের বিরুদ্ধে করা অভিযোগে জানানো হয়, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবরার ফাইয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিম সম্প্রদায়ের প্রতি ‘অবমাননাকর ও ঘৃণাসূচক’ মন্তব্য করেন।

অনুসন্ধান কমিটিকে অভিযোগের সত্যতা যাচাই, প্রমাণ সংগ্রহ এবং প্রয়োজনীয় সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন তিন (৩) কার্যদিবসের মধ্যে দাখিল করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।



banner close
banner close