সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসির ৩৬ হাজার খাতা চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ১০:৩৯

শেয়ার

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসির ৩৬ হাজার খাতা চ্যালেঞ্জ
ছবি: সংগৃহীত

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে ২০ হাজার ৯২৪ জন পরীক্ষার্থী। এসব পরীক্ষার্থী ৩৬ হাজার ১০২টি খাতা চ্যালেঞ্জ করেছে।

রবিবার সকালে শিক্ষাবোর্ডের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গেলো ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পরীক্ষার্থীরা পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ করেছে।

জানা গেছে, এ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিলো ৫৯ দশমিক ৪০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। গেলো বছর এইচএসসিতে পাসের হার ছিলো ৮১ দশমিক ২৪ শতাংশ।

অপরদিকে, এ বছর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় ৩৫টি কলেজ থেকে একজনও পাস করতে পারেনি। এই ৩৫টি কলেজ থেকে ২২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এ ছাড়া শিক্ষাবোর্ডটি থেকে ৫৪ জন বিভিন্ন প্রতিবন্ধী পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৯ জন পাস করেছে। এ ছাড়া কারগার থেকে পরীক্ষায় অংশ নেয়া ছয় জনের মধ্যে তিনজন পাস করেছে।



banner close
banner close