সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

প্রাণিসম্পদে উদ্ভাবন ও গবেষণার সমন্বয়ে টেকসই উপকূল গড়া সম্ভব: পবিপ্রবি উপাচার্য

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫ ১৫:০২

শেয়ার

প্রাণিসম্পদে উদ্ভাবন ও গবেষণার সমন্বয়ে টেকসই উপকূল গড়া সম্ভব: পবিপ্রবি উপাচার্য
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের উপকূল কেবল ভৌগোলিক সীমানা নয়, এটি জাতির জীবনপ্রবাহের অবিচ্ছেদ্য অংশ। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি ও প্রাণিসম্পদ খাতে ভেটেরিনারি বিজ্ঞানের সঠিক প্রয়োগই হতে পারে টেকসই উপকূলীয় অর্থনীতির ভিত্তি।’

তিনি আরও বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদের সমন্বিত উদ্যোগ প্রাণিস্বাস্থ্য রক্ষা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই কনফারেন্স কেবল একটি আয়োজন নয়, বরং ভবিষ্যৎ গবেষণা ও উদ্ভাবনের দিকনির্দেশনা।’

শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে ‘ভেটেরিনারি বিজ্ঞানের মাধ্যমে উপকূলীয় স্থিতিশীলতা বৃদ্ধি’ শীর্ষক প্রতিপাদ্যে বাংলাদেশ উপকূলীয় ভেট সোসাইটির সপ্তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি প্রফেসর ড. মো. আহসানুর রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, প্রাণিসম্পদ ও মৎস্য অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম, বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, গ্রামীণ জনউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসাইন ও সদস্য-সচিব ডা. ইব্রাহিম খলিল।



banner close
banner close