হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট, গাজীপুরে আশামনি ধর্ষণ, খতিব মুহিবুল্লাহকে অপহরণ, চট্টগ্রামে আলিফ হত্যাসহ ইসকনের কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিশ্ববিদ্যালয় মুসলিম শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানানো হয়।
প্রতিবাদ মিছিলে ‘বিশ্বের মুসলিম এক হও লড়াই করো; ইসকন তুই জঙ্গি, ভারতের সঙ্গী; ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী; দঁড়ি লাগলে দঁড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে;’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। চাকরির ক্ষেত্রে স্বৈচারের দোসর কিনা তা যেভাবে খতিয়ে দেখা হয়, সেভাবে ইসকনের সদস্য কিনা তা খতিয়ে দেখতে হবে।
এসময় বক্তারা আরও বলেন, ইসকন ধর্মীয় লেবাসের বেশে উগ্ৰ হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। বিশ্বের বিভিন্ন দেশে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।
সমাবেশ থেকে বক্তারা সারা দেশে ধর্ষণ, খতিব অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান।
আরও পড়ুন:








