সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

লোহাগাড়ায় ১৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫ ১৮:২৭

শেয়ার

লোহাগাড়ায় ১৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের লোহাগাড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও গর্জন সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে দু:স্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীনদের মাঝে ১৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়। এসময় ৫০ জনকে ৩০ হাজার টাকা করে ১৫ লক্ষ টাকার চেক ও ২ জন সেলাই মেশিন বিতরণ করা হয়।

সৈয়দ আবদুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।বলেন, এই সামান্য টাকা হয়ত আপনাদের জন্য কিছুই হবে না। আমরা আগামীতে আপনাদের জন্য আরো ভালো কিছু করার চেষ্টা করবো।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম, গর্জন সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সানজিদা রহমান, সুরাইয়া সাবরিন খানম, হোসনে আরা শিরিন, দেলোয়ার হোসেন, মো. রাহিক বিন রুহুলসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে, উপকারভোগীদের হাতে উপহার তুলে দেন অতিথিরা।



banner close
banner close