সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে কাচালং কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ১৫:২৭

আপডেট: ২১ অক্টোবর, ২০২৫ ১৫:৩০

শেয়ার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে কাচালং কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছবি: বাংলা এডিশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদস্য মো. জোবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি কলেজ শাখা ছাত্রদল।

সোমবার বিকেলে কলেজ ক্যাম্পাস থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি কলেজের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ এর মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন, সহ-সভাপতি আবু ইছা, সহ-সভাপতি নাহিদুল ইসলাম নয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন অভি, সাংগঠনিক সম্পাদক হোসেন এবং দপ্তর সম্পাদক মোখলেস উদ্দিন।

বিক্ষোভ মিছিলে বক্তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীকে এভাবে হত্যা করা গণতন্ত্র ও শিক্ষার পরিবেশের ওপর চরম আঘাত।

সংবাদ মাধ্যমকে কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক অবিলম্বে জোবায়েদ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



banner close
banner close