সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

চবি শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ০৭:২৯

শেয়ার

চবি শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার
চবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

এবার নৃশংসতার বলি হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। চট্টগ্রাম নগরের বন্দর থানার আনন্দবাজার সাগরতীরের কাশবন থেকে হাত ও পায়ের রগ কাটা শামীম মাকসুদ খান জয় (২৬) নামের চবি শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শামীম ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছিলেন। গত রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কাশবনে তার মরদেহ পাওয়া যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (বন্দর) আমিরুল ইসলাম বলেন, রবিবার সন্ধ্যায় সাগরতীরের কাশবনে হাত-পা কাটা অবস্থায় পড়ে ছিলেন শামীম। সেদিকে মানুষজন কম যায়।

চিৎকার শুনে কয়েকজন এগিয়ে যায়, কিন্তু হাত-পা কাটা থাকায় তারা তাকে ধরেনি। এ সময় একজন ৯৯৯-এ কল করে। এরপর হালিশহর থানার পুলিশ গিয়ে তাঁকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে হালিশহর থানার পুলিশ ঘটনাস্থল বন্দর থানা হওয়ায় লাশ সেখানে হস্তান্তর করে। তিনি আরও বলেন, ‘ঘটনার এক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তিনি শামীমের কাছে ঘটনা জানতে চেয়েছিলেন। তিনি ক্যামেরাও বের করেছিলেন ভিডিও করতে। শামীম ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। ক্যামেরা বন্ধ করলে শামীম বলেন, ঘটনা তিনি নিজেই করেছেন। ঘটনাস্থল থেকে একটি অ্যান্টিকাটার উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে।’



banner close
banner close