সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

জুবায়েদ হত্যাকাণ্ডে স্থগিত বিশ্ববিদ্যালয় দিবস, একদিনের শোক ঘোষণা

জবি, প্রতিনিধি

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫ ১২:০৩

শেয়ার

জুবায়েদ হত্যাকাণ্ডে স্থগিত বিশ্ববিদ্যালয় দিবস, একদিনের শোক ঘোষণা
ছবি: সংগৃহীত

টিউশনি করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী (১৫তম ব্যাচ) জুবায়েদ হোসেন। এ ঘটনায় একদিনের শোক ঘোষণা এবং বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বেলা ১১টার দিকে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

উপাচার্য বলেন, 'আজকের জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে আগামীকাল ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে শোকদিবস পালন করা হবে। এদিন বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করবেন। এছাড়া ২২ অক্টোবর যে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ জানানো হবে।'

তিনি আরও জানান, '২১ ও ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলবে, তবে নির্ধারিত সকল পরীক্ষা স্থগিত থাকবে।'

উল্লেখ্য, গতকাল রবিবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে জুবায়েদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জুবায়েদ কুমিল্লা জেলার হোমনা উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি জবি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।



banner close
banner close