সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যায় তার ছাত্রী গ্রেপ্তার

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫ ২৩:৪৪

শেয়ার

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যায় তার ছাত্রী গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ আহমেদ হত্যাকাণ্ডে তার ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত ছাত্রীর নাম বর্ষা আক্তার। তাকে বাসায় গিয়ে পড়াতেন জুবায়েদ।

রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বংশাল এলাকার নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে বর্ষাকে আটক করে পুলিশ। পাশাপাশি তার পরিবারের অন্যান্য সদস্যদেরও নজরদারিতে রাখা হয়েছে।

নিহত জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য।

টিউশনি করতে যাওয়ার পথে জুবায়েদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে ৬ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিডফোর্ট হাসপাতালে পাঠায় পুলিশ।



banner close
banner close