সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

দাবি মোদের একটাই, তিস্তার পানির হিস্যা চাই

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫ ২২:৪১

শেয়ার

দাবি মোদের একটাই, তিস্তার পানির হিস্যা চাই
ছবি: বাংলা এডিশন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন এবং মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। রংপুর বিভাগের শিকার্থীদের আয়োজনে এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও স্বতস্ফুর্ত অংশগ্রহন করে।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্লেকার্ড নিয়ে মিছিল করেন। যেখানে লেখা ছিল জাগো বাহে কোনঠে সবাই, আইসো মিলে তিস্তা বাঁচাই, দাবি মোদের একটাই, তিস্তার পানির হিস্যা চাই, সবার প্রাপ্য সবায় পায়, হামার বেলায় বাজেট নাই,ভারত যদি বন্ধু হও পানির ন্যায্য হিস্যা দাও, তিস্তা পাড়ের কান্না।

মশাল মিছিলের শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরেমানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চাকসুর নব-নির্বাচিত জিএস সাঈদ বিন হাবিব বলেন, “অন্তর্বর্তী সরকারকে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দ্রুত রোডম্যাপ প্রকাশ করতে হবে। । এই পরিকল্পনা বাস্তবায়নে যে জনবল প্রয়োজন, সেই সকল জনবল আমাদের বাংলাদেশ থেকেই নিতে হবে এবং তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে।”

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদ বলেন, “আমাদের তিস্তার পাড়ের জনগণের বছরের পর বছর নদী ভেঙে সর্বনাশ হয়েছে। কিন্তু বাংলাদেশের কোনো সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। কারণ তারা ভারতের তাবেদারি করেছে। আমরা এই তাবেদারি আর করতে দেব না। এই ভারত আমাদেরকে সবসময় দমিয়ে রাখতে চেয়েছে। আমরা এসব আর হতে দেব না।



banner close
banner close