সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

ধর্ষণ, নারী নির্যাতন ও দেশের অনিরাপদ পরিস্থিতি নিয়ে জাকসুর গভীর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫ ১২:১৪

আপডেট: ১৯ অক্টোবর, ২০২৫ ১২:১৬

শেয়ার

ধর্ষণ, নারী নির্যাতন ও দেশের অনিরাপদ পরিস্থিতি নিয়ে জাকসুর গভীর উদ্বেগ

সারাদেশে ধর্ষণ, নারী নির্যাতন ও ক্রমবর্ধমান অনিরাপদ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি গাজীপুরে ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রী এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। একটি জাতীয় দৈনিকের ৩ অক্টোবরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত নয় মাসে দেশে ছয় শতাধিক নারী ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে ৩৯৭ জনই শিশু কন্যা।

বিবৃতিতে জানায়, সুশিক্ষা, সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার অভাব এবং ভোগবাদী দৃষ্টিভঙ্গির কারণেই নারী নির্যাতনের মতো জঘন্য অপরাধ বারবার ঘটছে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও সুবিচার নিশ্চিত না হওয়ায় এমন অপরাধের হার দিন দিন বেড়ে চলছে বলেও মনে করে তারা।

জাকসুর ওই বিবৃতিতে আরও বলা হয়, দ্রুত সময়ে তদন্ত সম্পন্ন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম এমনভাবে সাজাতে হবে, যাতে ছোটবেলা থেকেই নারীর প্রতি সম্মানজনক ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠে।

এছাড়া জাকসু সম্প্রতি চট্টগ্রামের ইপিজেড এলাকা, রাজধানীর মিরপুর এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকেও দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।

সংগঠনটি দ্রুত এসব ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ এবং সার্বিক নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়ে বলছে, দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আরও দায়িত্বশীল হতে হবে।



banner close
banner close