সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

ঢাবিতে আবারো যান চলচাল নিয়ন্ত্রণের নির্দেশ

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ১৪:৫০

শেয়ার

ঢাবিতে আবারো যান চলচাল নিয়ন্ত্রণের নির্দেশ
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় আবারো যান চলাচল নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দেয়া হয়েছে। রবিবার থেকে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ কার্যকর হতে যাচ্ছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। শুক্র, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকাল তিনটা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলো সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

এতে আরও বলা হয়, তবে গণপরিবহণ এবং ভারী যানবাহন প্রবেশ সবসময়ই নিয়ন্ত্রিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত ডিসেম্বরেও একই ধরনের নির্দেশনা জারি করেছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে বইমেলা ও রমজান মাস উপলক্ষে এই নির্দেশনা শিথিল করেছিল। চলতি বছরে এপ্রিলেও নতুন করে এমন সিদ্ধান্ত নেয়া হয়, পরবর্তীতে আপনা-আপনিই শিথিল হয়ে পড়ে সেই সিদ্ধান্ত, স্বাভাবিক হয়ে পড়ে সকল যানচলাচল।



banner close
banner close