সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

এইচএসসি ২০২৫ ফলাফলে টানা ১৫ বারের মতো শীর্ষে পুখুরিয়া মহিলা কলেজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫ ২১:৪২

শেয়ার

এইচএসসি ২০২৫ ফলাফলে টানা ১৫ বারের মতো শীর্ষে পুখুরিয়া মহিলা কলেজ
ছবি: বাংলা এডিশন

এইচএসসি পরীক্ষা ২০২৫ সালের প্রকাশিত ফলাফলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষাঙ্গনে আবারও দৃষ্টান্ত স্থাপন করেছে পুখুরিয়া মহিলা কলেজ। টানা ১৫তম বারের মতো পাশের হারে প্রথম স্থান অধিকার করে জেলা ও উপজেলায় শীর্ষে অবস্থান করেছে প্রতিষ্ঠানটি।

কলেজটির মোট পাশের হার ৮৮ দশমিক ৬৪ শতাংশ, যা এ বছর জেলার মধ্যে সর্বোচ্চ। দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ভালো ফলাফল ধরে রাখায় পুখুরিয়া মহিলা কলেজ এখন জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত।

অধ্যক্ষ মোঃ আব্দুর রাকিবের দক্ষ নেতৃত্ব, শিক্ষকবৃন্দের আন্তরিক পরিশ্রম, এবং ছাত্রছাত্রীদের অধ্যবসায়ের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিক্ষার মান উন্নয়নে কলেজ প্রশাসনের সুনির্দিষ্ট পরিকল্পনা, নিয়মিত ক্লাস-পরীক্ষা, শিক্ষকদের নিবিড় তদারকি ও অভিভাবকদের সহযোগিতা এই ধারাবাহিক সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছেন শিক্ষামহল।

অধ্যক্ষ মোঃ আব্দুর রাকিব বলেন, 'এই ফলাফল শুধু পুখুরিয়া মহিলা কলেজের নয়, বরং পুরো এলাকার সম্মানের বিষয়। আমরা শিক্ষার মান বজায় রাখতে ও আরও উন্নত করতে সবসময় সচেষ্ট থাকবো।'

প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা জানান শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ফলাফল প্রকাশের পর কলেজ প্রাঙ্গণে আনন্দ ও উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী কলেজটির সাফল্যকে পুরো এলাকার গর্ব হিসেবে অভিহিত করেছেন।



banner close
banner close