সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

রাকসু নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৭০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫ ০০:১১

শেয়ার

রাকসু নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৭০ শতাংশ
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নির্বাচনে প্রায় ৭০ শতাংশ (৬৯.৮৩ শতাংশ) শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাকসু নির্বাচনে মোট ২৮ হাজার ৯০১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ১৮৭ জন। এই হিসেবে ভোটগ্রহণের হার ৬৯ দশমিক ৮৩ শতাংশ। সর্বোচ্চ ভোটার উপস্থিতি দেখা গেছে সৈয়দ আমের আলী হলে, যেখানে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

এর পরেই রয়েছে শাহ মখদুম হলে ৭৭ দশমিক ৭১ শতাংশ এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৭৭ দশমিক ৬০ শতাংশ ভোটার অংশগ্রহণ করেছেন। আর সর্বনিম্ন ভোট পড়েছে রোকেয়া হলে, মাত্র ৫৯ দশমিক ৬০ শতাংশ। রহামাতুন্নেছা হলে ভোট পড়েছে ৬০ দশমিক ৭০ শতাংশ, আর বেগম খালেদা জিয়া হলে ৬১ দশমিক ৪৯ শতাংশ ভোটার অংশ নিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম কালবেলাকে বলেন, অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।



banner close
banner close