সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

গ্রহণযোগ্য চাকসু নির্বাচন হয়েছে: নাছির উদ্দিন নাছির

মাহমুদ ইমন, চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫ ১৮:৫৯

আপডেট: ১৬ অক্টোবর, ২০২৫ ১৯:০০

শেয়ার

গ্রহণযোগ্য চাকসু নির্বাচন হয়েছে: নাছির উদ্দিন নাছির
ছবি: বাংলা এডিশন

গতকাল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচন। নির্বাচনে কিছু অব্যবস্থাপনা, ত্রুটি-বিচ্যুতি থাকলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নাছির উদ্দিন নাছির বলেন, “নির্বাচনে কিছু ত্রুটি, বিচ্যুতি দেখা গেছে। সেগুলো ইচ্ছেকৃতও হতে পারে আবার অনিচ্ছাকৃতও হতে পারে। তবে আমার মনে হয়েছে চাকসু নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। শিক্ষার্থীরা তাদের অধিকার প্রয়োগ করতে পেরেছে এতেই আমরা সন্তুষ্ট।”

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করেছে। নির্বাচনের সকল সংশ্লিষ্ট ব্যক্তিদের আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

ছাত্রদল প্যানেল সম্পর্কে তিনি বলেন, “চাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল যে ইশতেহার দিয়েছে সেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খু্বই আকৃষ্ট করেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই ইশতেহারগুলো বাস্তবায়ন করতে।”

তিনি আরও বলেন, “ছাত্রদল প্যানেলের ভিপি, জিএস প্রার্থী দুইজনই যোগ্য ছিলেন। তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। তারা এই নির্বাচনে জিততে না পারলেও অনেক শিক্ষার্থী তাদের উপর আস্থা রেখেছে। তাদের সামনের দিনগুলো উজ্জ্বল হবে।”

এসময় উপস্থিত ছিলেন সদ্য নির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ, শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ সহ নির্বাচনে অংশ নেওয়া ছাত্রদল প্যানেলের অন্যান্য প্রার্থীরা।

এসময় অনুভূতি প্রকাশ করে নবনির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “আমার স্বপ্ন সুন্দর একটি ক্যাম্পাস গড়ব। শিক্ষার্থীরা আমার উপর আস্থা রেখেছে, সে আস্থা আমি ধরে রাখব, ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের নিয়ে এগিয়ে যাব এই ক্যাম্পাসে।”



banner close
banner close