যশোর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার ৫০ দশমিক ২০ শতাংশ। বোর্ড থেকে মোট ১ লাখ ১৬ হাজার ৮০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এসএম মাহাবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গত বছর এই বোর্ডে পাশের হার ছিল ৬৪ দশমিক ২৯ শতাংশ। তুলনামূলকভাবে এবার পাশের হার প্রায় ১৪ শতাংশ কমেছে। এছাড়া এ বছর যশোর বোর্ডের ২০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি, অর্থাৎ শতভাগ ফেল করেছে প্রতিষ্ঠানগুলো।
বোর্ড সূত্রে জানা গেছে, জুলাই মাসের আন্দোলন ও আন্দোলন-পরবর্তী সময়ে শিক্ষার মানোন্নয়নে নেয়া পদক্ষেপের কারণে এবার যত্রতত্র পাশের প্রবণতা কমেছে। বিশেষ করে ইংরেজি বিষয়ে ফেল করার হার বেড়ে গেছে, যা সামগ্রিক ফলাফলের ওপর প্রভাব ফেলেছে।
তবে আশার কথা ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার এবার বেশি।
প্রফেসর এসএম মাহাবুবুল ইসলাম বলেন, শিক্ষার মান রক্ষায় কঠোর মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে। ফলাফলে সেই প্রভাব পড়েছে।
আরও পড়ুন:








