সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

নটর ডেমে পাসের হার ৯৯ দশমিক ৬০ শতাংশ, দুই হাজার ৪৫৪ জন পেয়েছেন জিপিএ–৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫ ১৪:০৮

শেয়ার

নটর ডেমে পাসের হার ৯৯ দশমিক ৬০ শতাংশ, দুই হাজার ৪৫৪ জন পেয়েছেন জিপিএ–৫
ছবি: সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভালো করেছেন রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এবার কলেজটি থেকে মোট পরীক্ষার্থী ছিলেন তিন হাজার ২৫১ জন। এর মধ্যে তিন হাজার ২২৬ জন পাস করেছেন এবং দুই হাজার ৪৫৪ জন শিক্ষার্থী অর্জন করেছেন সর্বোচ্চ জিপিএ–৫। এবারের পরীক্ষায় কলেজটির সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৬০ শতাংশ।

বৃহস্পতিবার সকালে ফলাফল প্রকাশের পর ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর পরিবেশ দেখা যায়।

প্রতিবারের মতো ফলাফলে নটর ডেম কলেজ এবারো তাদের ঐতিহ্য ধরে রেখেছে। ফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও তৃপ্তির প্রকাশ ঘটেছে।

নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও বলেন, অন্যান্য বছরের মতো এবারো কলেজের ফলাফল খুব ভালো হয়েছে। যদিও সামগ্রিকভাবে দেশে পাসের হার কিছুটা কম, তবে এর প্রভাব নটর ডেম কলেজে খুব একটা পড়েনি। মাত্র কয়েকজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, আর আটজন পরীক্ষার্থী অসুস্থতা ও বিভিন্ন কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি। আমরা সামগ্রিক ফলাফলে সন্তুষ্ট।



banner close
banner close