চলতি বছরের এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাস ৯৭ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন ৯৮৬ জন।
বৃহস্পতিবার ভিকারুননিসার কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
ফল অনুযায়ী, বিজ্ঞান বিভাগে পাস করেছে এক হাজার ৮০৭ জন, ফেল করেছে ৬০ জন। মানবিক বিভাগে পাস করছে ৩১১ জন, ফেল করেছে নয়জন। ব্যবসায় শিক্ষায় পাস করেছে ৩১৬ জন, ফেল করেছে ১১ জন।
বিজ্ঞান বিভাগে জিপিএ–৫ পেয়েছেন ৭৯৭ জন, মানবিকে ৮৪ জন এবং ব্যবসায় শিক্ষায় ১০৫ জন। তিন বিভাগ মোট জিপিএ–৫ পেয়েছেন ৯৮৬ জন।
ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, ‘এই ফলে আমরা শুকরিয়া জানাচ্ছি আল্লার কাছে। আমাদের মেয়েরা তাদের সেরাটা দিয়েছে। এবার প্রকৃত মেধার মূল্যায়ন হয়েছে। প্রশ্ন, খাতা দেখা থেকে শুরু করে সবকিছু একটা স্ট্যানার্ডে রাখা হয়েছে। অতীতে যেভাবে গড়ে সবাই ভালো করছিল, এবার সেটা হয়নি, মেধার মূল্যায়ন হয়েছে।’
উল্লেখ্য, এবার ভিকারুননিসা নূর স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছেন দুই হাজার ৫১৪ জন, সব বিষয়ের পরীক্ষা দিয়েছেন দুই হাজার ৪৯৫ জন।
আরও পড়ুন:








