চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সংসদের ফল পুনরায় ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঘোষিত ফলাফলে কারচুপির অভিযোগ করে বিক্ষোভ করেন তারা।
বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১২টায় ঘোষিত ফলাফলে সোহরাওয়ার্দী হল সংসদে ছাত্রশিবিরের ভিপিপ্রার্থী ১২০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপিপ্রার্থী সুজাত ৩ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন।
এর আগে, তিন হলে ঘোষিত ফলাফলে এগিয়ে রয়েছে ছাত্রদল। হলগুলো হলো- অতীশ দীপঙ্কর হল, মাস্টার দা সূর্য সেন হল ও চারুকলার হোস্টেল।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অতীশ দীপঙ্কর হলের ভোটের ফলাফলে ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। রাত সাড় ১২ টার দিকে ফল ঘোষণা করা হয়। এ হলে মোট ভোট কাস্ট হয়েছে ৪৯৭টি।
ফলাফলে দেখা গেছে, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ২২৩ ভোট। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. ইব্রাহীম হোসেন পেয়েছেন ৯০ ভোট। বৈচিত্র্যের ঐক্যের ধ্রুব বড়ুয়া পেয়েছেন ৯০ ভোট।
জিএস পদে ছাত্রদলের প্রার্থী মো. শাফায়াত হোসেন ১৬৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রশিবিরের প্রার্থী সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮৩ ভোট। বৈচিত্র্যের ঐক্যের সুদর্শন চাকমা পেয়েছেন ১৩১ ভোট। এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান তৌফিক ২৬৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
এর আগে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মাস্টার দা সূর্য সেন হলের ঘোষিত ফলাফলে ভিপি ও এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এগিয়ে রয়েছেন। তবে জিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির প্যানেলের প্রার্থী। রাত ১১ টার দিকে বিজ্ঞান অনুষদ ভবনের ডিন অফিসে প্রধান নির্বাচন কমিশনার ও সদস্য সচিবের উপস্থিতিতে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. আল আমীন।
ফলাফলে দেখা গেছে, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ১৪১ ভোট। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. ইব্রাহীম হোসেন পেয়েছেন ১৩০ ভোট।
জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী সাঈদ বিন হাবিব ১৭৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রদলের প্রার্থী মো. শাফায়াত হোসেন পেয়েছেন ৫৩ ভোট।
এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান তৌফিক ১৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। শিবিরে প্রার্থী সাজ্জাদ হোসন মুন্না পেয়েছেন ৬৫ ভোট।
এ ছাড়া, চারুকলার হোস্টেলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই হোস্টেলের নাম ‘শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল’। এতে বিশ্ববিদ্যালয়ের শুধু চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা থাকেন। ১৫৪ শিক্ষার্থীর এই হোস্টেলে ১২৪ জন ভোট দিয়েছেন।
ফলাফলে দেখা যায়, হোস্টেলটিতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ৩৪ ভোট। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন পেয়েছেন ২৭ ভোট। এ ছাড়া ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া ২৬ ভোট পেয়েছেন।
জিএস পদে ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেলের প্রার্থী সুদর্শন চাকমা ২৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ২৮ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাঈদ বিন হাবীব। ছাত্রদলের প্রার্থী শাফায়াত হোসেন পেয়েছেন ২৪ ভোট।
এদিকে এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান ৩৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
আরও পড়ুন:








