চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অতীশ দীপঙ্কর হলের ফলাফলে ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রদলের প্রার্থীরা এগিয়ে রয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) রাতে চাকসু নির্বাচনের আইসিটি সেল থেকে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
ফলাফলে দেখা গেছে, হলে মোট ভোট পড়েছে ৪৯৭টি। ভিপি পদে ছাত্রদল মনোনীত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ২২৩ ভোট ও শিবির মনোনীত ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ৯০ ভোট।
জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব ৮৩ ভোট ও ছাত্রদলের শাফায়েত হোসেন ১৬৪ ভোট পেয়েছেন। এছাড়া এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ২৬৬ ভোট ও শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৪৫ ভোট।
এর আগে আজ সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ওএমআর পদ্ধতিতে। ভোট গণনা সরাসরি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনের মাধ্যমে। এজন্য রয়েছে ১৪টি এলইডি স্ক্রিন। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।
আরও পড়ুন:








