সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

চাকসু নির্বাচন: ভোট গণনায় অযথা সময় নষ্ট হবে না: উপ-উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫ ১৬:৫৭

আপডেট: ১৫ অক্টোবর, ২০২৫ ১৬:৫৭

শেয়ার

চাকসু নির্বাচন: ভোট গণনায় অযথা সময় নষ্ট হবে না: উপ-উপাচার্য
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোট গণনায় অযথা সময় নষ্ট হবে না বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন।

বুধবা বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি।

ড. কামাল উদ্দিন বলেন, কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে ভোট গণনায় অযথা সময় নষ্ট হবে না। এ নির্বাচনে জাল ভোট দেয়ারও কোনো সুযোগ নেই।

তিনি বলেন, প্রিসাইডিং কর্মকর্তার হাতে ছবি সম্বলিত ভোটার তালিকা রয়েছে। তারা মিলিয়ে দেখছেন। তাই জাল ভোট দেয়ার কোনো সুযোগ নেই। গতকাল থেকে আজ পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাইনি।

উপ-উপাচার্য বলেন, যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীরা সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোট দিচ্ছে। ডাকসু, জাকসুর মতো ভোট গণনায় বিলম্ব হবে না। কারণ, আমরা ওএমআর মেশিনে ভোট গণনা করব। এটা আমাদের স্বতন্ত্রতা।

এদিকে চাকসুর ২৬ পদের বিপরীতে ৪১৫ জন, হল সংসদে ৪৭৩ জন ও হোস্টেল সংসদের জন্য প্রার্থী ২০ নির্বাচনে অংশ নিচ্ছেন। এবারের নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫২১ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ এবং ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে ১৫টি ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। ১৫টি কেন্দ্রে রয়েছে ৬৭টি কক্ষ। প্রতিটি কক্ষে রয়েছে পাঁচটি ব্যালট বাক্স ও পাঁচজন করে এজেন্ট। একটি কেন্দ্রে সর্বোচ্চ ৫০০ ভোটার ভোট দিতে পারবেন।

নির্বাচনের নিরাপত্তায় যৌথভাবে কাজ করছেন পুলিশ-র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। এ ছাড়া, নির্বাচন পর্যবেক্ষণে কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ২৫০টি সিসি ক্যামেরা।



banner close
banner close