সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

চাকসু নির্বাচন: ক্যাম্পাসে বহিরাগতরা রয়েছে ছদ্মবেশে অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ২২:৩৮

শেয়ার

চাকসু নির্বাচন: ক্যাম্পাসে বহিরাগতরা রয়েছে ছদ্মবেশে অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত 'সম্প্রীতির শিক্ষার্থী জোটের' ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন রনি।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি।

ইব্রাহীম রনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাঝেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে কিছু ক্ষেত্রে ব্যবস্থাবগ্রহণ করেছে। তবে প্রার্থী এবং ভোটারদের মধ্যে চমৎকার সৌহার্দপূর্ণ সম্পর্ক ছিল, আমরা আশা করি সেটি যেন আগামীকালকেও অব্যাহত থাকে।

তিনি বলেন, “আজকে ক্যাম্পাসে অসংখ্য বহিরাগতের আনাগোনা দেখেছি। আমরা বলেছিলাম যেন একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়। আমরা বলতে চাই, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই ব্যবস্থা নিবেন, কিন্তু কুইক রেসপন্স টিম যেন প্রস্তুত থাকে। নির্বাচন কমিশনের উচিত অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া প্রবেশ নিয়ন্ত্রণ করা।

অনাবাসিক শিক্ষার্থীরা নির্বাচনে বড় ভূমিকা রাখবে জানিয়ে ইব্রাহীম রনি বলেন, “শহর থেকে ভোট দিতে আসতে কষ্ট হবে। এজন্য শাটল ট্রেনের শিডিউল যেন বাড়ানো হয়। সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে শহরের শিক্ষার্থীদের নিরাপত্তার সাথে ভোট দিতে আসা এবং তারা ফিরে যেতে পারা। এজন্য যেন প্রশাসন যথার্থ ব্যবস্থা গ্রহণ করে।

নির্বাচন ঘিরে অনলাইন-অফলাইনে নারী হেনস্তা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের যে সকল নারীরা সামনের সারিতে ছিলেন, এর অনেকেই নির্বাচনে প্রার্থী হননি। এর অন্যতম কারণ সাইবার বুলিং। আমাদের প্রার্থীরাও এর শিকার হয়েছেন। আমরা বলেছি, কোনো বোন যেন কোনো ধরণের যৌন হয়রানির শিকার না হয়।

এ সময় প্রশাসন চাইলে নির্বাচনের দিনই ফলাফল ঘোষণা সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি। ইব্রাহীম রনি বলেন, “আমরা ভোটগ্রহণের দিনই ফলাফল প্রকাশের দাবি জানাই। এখানে যেন ভোট গণনার প্রহসনের শিকার না হই। ভোটগ্রহণের পর ৬-৭ ঘণ্টা অর্থাৎ রাত ১২টার মধ্যে ফল ঘোষণা সম্ভব।

আলাপকালে নিজেদের ইশতেহার পুনর্ব্যক্ত করেন ইব্রাহীম রনি। বলেন, “আমরা ১২ মাসে ৩৩টি সংস্কার ইশতেহার দিয়েছি, এর মধ্যে ৯টি ফোকাস পয়েন্ট রেখেছি। এ বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ।



banner close
banner close