সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

ইসলামকে অবমাননার দায়ে বরখাস্ত মাইলস্টোন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ২২:০৯

শেয়ার

ইসলামকে অবমাননার দায়ে বরখাস্ত মাইলস্টোন শিক্ষক
সংগৃহীত ছবি

ইসলাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৌশাইর শাখার এক শিক্ষককে স্থায়ী ভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রশাসনের পক্ষ থেকে অধ্যক্ষের স্বাক্ষরিত এক লিখিত প্রাতিষ্ঠানিক বিবৃতি প্রকাশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, গত ৮ অক্টোবর অষ্টম শ্রেণির ড্যাফোডিল শাখায় বিজ্ঞান বিষয়ের শিক্ষক জনাব অভিজিত বিশ্বাস ক্লাস করানোর সময় ধর্ম বিষয় সম্বন্ধে বিরূপ মন্তব্য করায় ছাত্রদের মধ্যে অনভিপ্রেত ঘটনার সৃষ্টি হয়। এই ঘটনার সত্যতা যাচাই ও সুষ্ঠু সমাধানের লক্ষে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি তদন্তের ভিত্তিতে ঘটনার সত্যতা খুঁজে পান। তাদের সুপারিশক্রমে অভিযুক্ত শিক্ষক জনাব অভিজিত বিশ্বাসকে স্থায়ীভাবে চাকরি হতে তাৎক্ষণিক ভাবে অব্যাহতি দেয়া হয়।

অধ্যক্ষ প্রফেসর এম. এ. মান্নান স্বাক্ষরিত বিবৃতিতে আরো বলা হয়েছে, বহিষ্কৃত অভিজিত বিশ্বাসকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোনো শাখায় আর কখনোই চাকুরী করার সুযোগ দেয়া হবে না। সেইসাথে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রতিষ্ঠানে ঘটিত অনভিপ্রেত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের মনোবল ও ধর্মীয় চেতনা পুনরুদ্ধারের লক্ষে কলেজ প্রশাসনের উদ্যোগে একটি সেমিনার এর আয়োজন করা হবে।



banner close
banner close