সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৩ পৌষ, ১৪৩২

জবিতে দুই দিনব্যাপী বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১৪:৩৩

শেয়ার

জবিতে দুই দিনব্যাপী বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন
ছবি: বাংলা এডিশন

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৫ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের উদ্যেগে দুই দিনব্যাপী বিশেষ সভা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য, ‘পরিষেবার অ্যাক্সেস: বিপর্যয় এবং জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য’।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচির সূচনা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে র‍্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় বিশেষ সেমিনার। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস অনুষদের ডিন ড. মালিক আকরাম হোসাইন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আরিফুল হক।

সেমিনারে বক্তারা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের তাৎপর্য এবং শিক্ষার্থীদের মানসিক সুস্থতা বজায় রাখার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিপ্রেশন, অ্যাংজাইটি ও স্ট্রেস ফ্রি অ্যাসেসমেন্ট কার্যক্রমের আয়োজন করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় সেল্ফ-অ্যাওয়ারনেস ওয়ার্কশপ, যেখানে অংশগ্রহণকারীরা নিজের মানসিক অবস্থা সম্পর্কে সচেতন হওয়ার কৌশল শেখেন।

মঙ্গলবার কর্মসূচির দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের জন্য আরও একটি বিশেষ ওয়ার্কশপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, প্রতি বছর ১০ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়। তবে এ বছর ১০ অক্টোবর শুক্রবার সরকারি ছুটি থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ দিবসটি উদযাপন করছে ১৩ ও ১৪ অক্টোবর।



banner close
banner close