সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

ফুটবল খেলাকে কেন্দ্রকরে মারামরিতে বেরোবির আট শিক্ষার্থী বহিস্কার

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১২:৪২

শেয়ার

ফুটবল খেলাকে কেন্দ্রকরে মারামরিতে বেরোবির আট শিক্ষার্থী বহিস্কার
ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আট শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার রাত সাড়ে তিনটার দিকে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন মার্কেটিং বিভাগের সাফায়েত শুভ, শাহরিয়ার অপু, সজীব, সৌরভ, নাজমুজ সাকিব, রোহান সরকার, জিহাদ ও আশরাফুল।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামানিককে আহ্বায়ক ও প্রক্টর ড. ফেরদৌস রহমানকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত জেন-জি ফুটবল টুর্নামেন্ট-এর সেমিফাইনাল খেলায় মার্কেটিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার অপুর সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনাকে কেন্দ্র করে দুই বিভাগের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে সোমবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চকবাজার এলাকায় মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে পরিসংখ্যান বিভাগের কয়েকজন শিক্ষার্থী। এরপর ঘটনা বড় আকারের রুপ নেয়।

তাকে বাঁচাতে গেলে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইউসুফও হামলার শিকার হন। পরে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। এ সময় সমাজবিজ্ঞান বিভাগের একটি শ্রেণিকক্ষ ভাঙচুর করা হয়।

ঘটনা সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামানিক ও রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ ঘটনাস্থলে পৌঁছান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী নিজেও ঘটনাস্থলে উপস্থিত হন।

তবে তিন বিভাগের শিক্ষার্থী জড়িত থাকলেও বহিষ্কার শুধুমাত্র মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের এমন অভিযোগ তুলেছেন অনেকেই। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তি দেয়ার দাবি জানান।



banner close
banner close