সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আবেদন শুরু ২৯ অক্টোবর

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫ ১৭:২৫

আপডেট: ১৩ অক্টোবর, ২০২৫ ১৮:০৭

শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আবেদন শুরু ২৯ অক্টোবর
প্রতিকি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হবে। এবারের ভর্তি পরীক্ষা পাঁচ ইউনিটে অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করা হয়। ডিন কমিটির সূত্রে জানা যায়, প্রথম দিন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের ভর্তি কার্যক্রম।

২৮ নভেম্বর আইবিএ ইউনিট, ২৯ নভেম্বর চারুকলা, ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা, ১৩ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ২০ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৯ অক্টোবর এবং তা চলবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞাপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে, বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



banner close
banner close