সোমবার

২৯ ডিসেম্বর, ২০২৫ ১৪ পৌষ, ১৪৩২

আন্দোলনে আটক শিক্ষকরা ছাড়া পেয়েছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫ ২২:৪০

শেয়ার

আন্দোলনে আটক শিক্ষকরা ছাড়া পেয়েছেন
ছবি: সংগৃহীত

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে আটক হওয়া শিক্ষকদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।

রবিবার (১২ অক্টোবর) রাত ৮টার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

এর আগে, জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জের পর ছয়জনকে আটক করে পুলিশ। তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট।

রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ছয় শিক্ষকের নাম-পরিচয়সহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

শিক্ষকদের দেওয়া তথ্যমতে, ছয়জন শিক্ষক এখনো আটক রয়েছেন। তারা হলেন- টাঙ্গাইলের নাগপুরের আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর সদরের আজাদ হোসেন মিরাজ, পাবনা সদরের ইউসুফ আলী, বরিশালের মুলাদীর রেজাউল করিম, চাঁদপুর সদরের নেওয়াজ মোরশেদ ও রাজধানীর যাত্রাবাড়ীর মামুন মিজি।

আটক এ ছয় শিক্ষককে অবিলম্বে মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক শিক্ষকদের থানায় রাখা হয়েছে। তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হতে পারে। বিষয়টি প্রক্রিয়াধীন।



banner close
banner close